সলিমুল্লাহ হল থেকে ১৬ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
২ জুলাই ২০১৮ ১৪:৩২
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হল থেকে বহিরাগত ১৬ শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২ জুন) ভোর রাত ৪টার দিকে ওই শিক্ষার্থীদের থানায় নিয়ে যায় পুলিশ।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধাক্ষ্য মাহবুবুল ইসলাম জোয়ার্দ্দার ও প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ছাত্র। হলের একটি কক্ষে তারা ছিলো বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘রাতে হলেরও প্রভোস্ট আমাকে ফোন দিয়ে জানায়, হলে কিছু বহিরাগত আছে যারা ক্ষতিকর। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১৬ জনকে থানায় দেওয়া হয়েছিলো। ৫/৬ ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা থানায় আটক আছে তাদেরও রাতে ছেড়ে দেওয়া হবে।
সারাবাংলা/কেকে/এমও