ঢাকা: সরকারি উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।
এদিন মন্ত্রিসভা থেকে নেওয়া অন্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও সভায় আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের শেখ হাসিনাকে ‘স্যার’ বলে সম্বোধন করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছিল বলে জানা গেছে। এই রীতি অন্যান্য উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যারা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনো পরিচিত।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা বাতিল করে। উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভা কর্তৃক জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে। জ্বালানি, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে প্রোটোকল নির্দেশিকা এবং সম্মাননা পর্যালোচনা করার জন্য। এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব করার কথা বলা হয়েছে।