Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের বিক্ষোভ সমাবেশ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২১:৩১

ঢাকা: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা এই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে হেফাজতে ইসলামের দফতর সম্পাদক আফসার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।

বিজ্ঞাপন

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সব ইমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিককে দলমত-নির্বিশেষে শুক্রবারের কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর