Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসি’র শোরুম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২১:৩৪

ঢাকা: নতুন একটি ফ্ল্যাগশিপ শো-রুম চালুর মধ্য দিয়ে চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকায় এই শোরুম চালু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের মে মাসে ঢাকা মোটর শোতে ব্র্যান্ড লঞ্চের পর এ শো-রুম জিএসি ও তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড উভয়েরই বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে বৈচিত্র্যময় করার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটির উদ্বোধন করা হয়। ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ উপস্থিত ছিলেন। জিএসি এর পক্ষ থেকে জিএসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝোউ ও চীনের গুয়াংজুর জিএসি সদর দফতরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিএইচএস এই মুহুর্তে জিএসি এর বৈদ্যুতিক সাব-ব্র্যান্ড এআইওএন চালু করার এবং বাংলাদেশে জিএসি যানবাহনের জন্য একটি স্থানীয় ফ্যাক্টরিতে সংযোজন প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে ।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অটোমোটিভ জায়ান্ট জিএসি চীনা শোরুম উদ্বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর