Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিরুদ্ধে মামলার দাবি সাদা দলের

ঢাবি করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২১:৫৬ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ২২:০২

প্রশাসনের কাছে ৬টি দাবি পেশ করেন সাদা দলের শিক্ষকরা।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কিছু শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক মামলা করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দল। বিশেষ করে গত জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া তৎকালীন শিক্ষক সমিতি ও নীল দলের চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সাদা দলের সাধারণ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এসব দাবিসহ মোট ৬টি দাবি পেশ করেন সাদা দলের শিক্ষকরা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন— ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসারসহ প্রমুখ।

ঢাবি প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.জাহাঙ্গীর আলমও প্রক্টর সাইফুদ্দিন আহমেদসহ অনেকেই।

সাদা দলের ৬ দফা দাবি—

১. জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া তৎকালীন শিক্ষক সমিতি ও নীল দলের চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক মামলা করে তাদের আইনের আওতায় আনতে হবে।

২. নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদেরকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।

৩. পতিত ফ্যাসিস্ট সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টদ্বয়কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. বিগত প্রশাসনের সময় যে সব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে সে সব শিক্ষকদের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো রকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোনো রকম সুবিধা দেওয়া যাবে না।

৫. সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কর্তৃক সাম্প্রতিক কার্যকলাপ ফ্যাসিস্টদের উৎসাহিত করছে। অবিলম্বে তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৬. উপরোক্ত দাবিগুলো সাত দিনের মধ্যে কার্যকর না করলে সাধারণ শিক্ষকদের সঙ্গে নিয়ে সাদা দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনার ভয়েস কল এখন একটি প্রমাণিত সত্য। তাই তার বিচার ত্বরান্বিত করার দাবিতে আমরা মানববন্ধন করব।’

তিনি বলেন, ‘আগামী রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে এগারোটায় আমরা অপরাজয় পাদদেশে শেখ হাসিনার বিচারকে ত্বরান্বিত করবার জন্য আমরা একটি মানববন্ধন করব এবং সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত তাদের বিচারের দাবি করব।’

সারাবাংলা/কেকে/এইচআই

ঢা‌বি নীল দল ফ্যাসিবাদের দোসর সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর