Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২১:৪৩ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ২১:৫৯

আইন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধানমতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত বিচারকরা হলেন- আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) বিকাশ কুমার সাহা, রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মাহবুবার রহমান সরকার, কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ গোলাম মাহবুব, গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মজিবুর রহমান, ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এহসানুল হক, খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা ও সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল।

বিজ্ঞাপন

এ ছাড়া, বিচারক সহিদুল ইসলাম, মাহমুদ ফায়জুল কবীর, নাজিমুদ্দৌলা, মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূঁইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, রুস্তম আলী, নুরুল ইসলাম, এনামুল করিম ও মোহাম্মদ হোসেনও রয়েছেন এ তালিকায়। তারা দেশের বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন।

এদিকে, অনিয়মের সঙ্গে জড়িত থাকায় এই ১৮ জনকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এ ছাড়া, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত ছিলেন বিচারক বিকাশ কুমার সাহা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উঠেছে।

সারাবাংলা/আরএম/পিটিএম

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর