নীলফামারী: নীলফামারীতে অটোভ্যান চালাতে গিয়ে কাঁঠাল গাছের সঙ্গে সংঘর্ষে মোন্তাসির রহমান মুহিন (১০) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিন ওই এলাকার সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের পুত্র। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুহিন ও তার পরিবারের সদস্যরা ডোমার মহাশ্মশান এলাকা থেকে একটি অটোভ্যান ভাড়া করে শুকনো গাছের ডালপালা বাড়িতে আনছিলেন। কাজ শেষে চালক এরশাদুল হক ভ্যানটি বাড়ির সামনে রেখে ভাড়ার টাকা নিতে মুহিনের বাবার কাছে বাড়ির ভেতরে যান।
এ সময় মুহিন চালকের অনুপস্থিতিতে ভ্যানের চাবি নিয়ে সেটি চালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সজোরে বাড়ির পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিনকে মৃত ঘোষণা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। তবে, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।’