Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিআর বিস্ফোরকদ্রব্য মামলায় ৬ স্পেশাল প্রসিকিউটর নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২১:৫৮

ঢাকা: বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যার বিস্ফোরক আইনের মামলা পরিচালনায় ছয়জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি জানা গেলেও এ সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি ৭ জুলাই প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. আনিছুর রহমান, মোহাম্মদ উল্লাহ, মো. ফারজুল আলম, রুহুল কাইয়ূম, সাকিল আহমাদ ও মো. ছেফায়েত উল্যা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লালবাগ (ডিএমপি) থানার মামলা নম্বর-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর (বর্তমানে বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলা পরিচালনা করার জন্য নিম্নছকে বর্ণিত ছয়জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বর্ণিত স্পেশাল পাবলিক প্রসিকিউটররা আর্থিক সুবিধাদি অন্য মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ৩১১১৩২২ রিটেইনার খাত হতে বিকলনীয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া তারা সহকারী অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা পাবেন।

সারাবাংলা/আরএম/এসআর

বিডিআর স্পেশাল প্রসিকিউটর নিয়োগ