Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ: কানাডার হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২২:১০

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং

ঢাকা: বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

বৃহস্পতিবার (১০ জুলাই) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশাব্যক্ত করেন তিনি। সাক্ষাতকালে পারস্পরিক কুশলতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ-কানাডার মধ্যকার ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন কানাডার হাইকমিশনার অজিত সিং। এছাড়া একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে কানাডা প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে জানান তিনি।

বিজ্ঞাপন

কানাডার হাইকমিশনারকে চব্বিশের জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এছাড়া উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধ পরিকর রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/আরএম/এসআর

কানাডার হাইকমিশনার ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর