Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২২:১৮ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ২২:৩৭

ছবি: সংগৃহীত

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে, ফলাফলে যারা প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নন, তাদের জন্য রয়েছে পুনঃনিরীক্ষণের সুযোগ। শুক্রবার (১১ জুলাই) থেকে এই পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

আবেদন করতে হবে যেভাবে

শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।

বিজ্ঞাপন

পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন- ১০১, ১০২।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

সারাবাংলা/এনএল/এইচআই

এসএসসি এসএসসি ২০২৫ ফল পুনর্নিরীক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর