Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪৮তম বিশেষ বিসিএস স্থগিতের খবর গুজব’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২২:৩০

ঢাকা: সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বৃহস্পতিবার (১০ জুলাই) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরযুক্ত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যা কমিশনের নজরে এসেছে। এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পিএসসি থেকে প্রকাশ করা হয়নি। এটি বানোয়াট ও বিভ্রান্তিকর।

এছাড়া পরীক্ষার্থীদের এ ধরনের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি ও নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩০০ নম্বরের এই পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং পরে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এমসিকিউ অংশে মেডিকেল সায়েন্স বিষয় থেকে ১০০ নম্বর এবং সাধারণ বিষয় থেকে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তি অংশে থাকবে ১০ নম্বর।

সারাবাংলা/এনএল/এসআর

গুজব বিশেষ বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর