Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২২:৫৬ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ২৩:০৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে কীটনাশক খেয়ে শারমিন আক্তার (৩২) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার পূর্ব নারগুন গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর ভাই আরিফুল ইসলাম (২৫) ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দুল্লর্ভপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মোছা: শারমিন আক্তার (৩২) এর ১৪ বছর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন গ্রামের আকতারুজ্জামান বাবলার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়।

বিজ্ঞাপন

বিবরণে আরও জানা যায়, বুধবার (৯ জুলাই) শারমিন আক্তার পারিবারিক দ্বন্দ্বের জেরে সকলের অগোচরে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে যান। প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রংপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম বলেন, ‘ওই গৃহবধূর ভাই থানায় এসে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।’

সারাবাংলা/এসএস

আত্মহত্যা গৃহবধূ ঠাকুরগাঁও পারিবারিক দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর