Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য-রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীন ও কানাডার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২৩:১৪

মালয়েশিয়া সফররত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে নিবিড় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও কানাডা।

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়া সফররত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন। এদিন রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা গত বুধবার মালয়েশিয়া সফরে যান।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বি-পাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ইত্যাদির মতো অনেক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে চীনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে চীনের সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য চীনের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি রোহিঙ্গা সংকটের জরুরি ও তাৎক্ষণিক সমাধানের জন্য বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে চীনের সমর্থন কামনা করেন।

তিনি জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে সমর্থন করার জন্য চীনের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও, পররাষ্ট্র উপদেষ্টা কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার সমর্থনও ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/পিটিএম

ইস্যু কানাডা চীন বাণিজ্য রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর