Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২৩:৩৩

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম ফল ষোঘণা করেন।

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ২ হাজার ৩১৯ জন পরীক্ষার্থী পাস করেছে। তবে, এই ফলাফল গত বছরের তুলনায় পাসের হার (৯২.৩২ শতাংশ) এবং জিপিএ-৫ (২০ হাজার ৭৬১ জন) উভয় ক্ষেত্রেই কম। গত বছর যেখানে প্রায় ৯২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল, এ বছর তা ৭৩ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

এ বছর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ২৫৭৫টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও, অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।

চলতি বছর যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তি এবং পাসের হার উভয় দিকেই মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ২০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ০৩ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৩৭২ জন ছাত্রী এবং ৭ হাজার ৩৮ জন ছাত্র।

বোর্ডের ১০টি জেলার মধ্যে পাসের হারের ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে যশোর জেলা, যেখানে পাসের হার ৭৯ দশমিক ০৭ শতাংশ। এরপর খুলনা জেলা (৭৭.৯৪ শতাংশ) এবং তৃতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা জেলা (৭৬.৮০ শতাংশ)। সবচেয়ে কম পাস করেছে মেহেরপুর থেকে, সেই জেলায় পাসের হার ৬২ দশমিক ৭০ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ দশমিক ৭৭ শতাংশ, মানবিকে ৬৪ দশমিক ০৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৭৫ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের এ বছর ৭৫টি স্কুল শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে। অন্যদিকে, ২টি স্কুল শতভাগ ফেল করেছে। এই স্কুল দুটি হলো নড়াইলের মুলাদি তালতলা বালিকা বিদ্যালয় এবং মোরেলগঞ্জের নাহালখানি বালিকা বিদ্যালয়। উল্লেখ্য, এই দুটি স্কুলের প্রত্যেকটি থেকে একজন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এ বছর বোর্ডে ইংরেজি (৮৩.৭৭ শতাংশ) ও গণিতে (৮৫.২০ শতাংশ) পাসের হার তুলনামূলক কম।

সারাবাংলা/এইচআই

এসএসসি ২০২৫ ফলাফল যশোর বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর