Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২৩:৩৬

দুর্ঘটনায় নিহত পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাট: জেলার কালিগঞ্জ উপজেলায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তুষভান্ডার বাজারের পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার তুষভান্ডার দক্ষিণ ঘনষ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন তুষভান্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে।

স্থানীয়রা জানায়, পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন সন্ধ্যা বাড়ি থেকে বাজার যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠলে আমিনগঞ্জ থেকে তুষভান্ডারগামী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোসেন নিহত হয়। আর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর