Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলায় সংবাদ প্রকাশ: ৩ দিনেই প্রত্যাহার ওসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ০০:০০

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: সারাবাংলায় সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দেওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পদায়নের তিন দিনের মধ্যেই তাকে সরিয়ে রেঞ্জ ঢাকা ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়। ৫৪ বছর বয়সী পরিদর্শক মো. ইসমাইল হোসেনকে ৭ জুলাই সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় এবং তিনি যোগদান করেন।

এর পর গত ৯ জুলাই পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটে সংবাদ প্রকাশ করা হয় যে, পুলিশ সদর দফতরের নির্দেশ অমান্য, ৫৪ বছরের পুলিশ পরিদর্শককে ওসি নিয়োগ!

বিজ্ঞাপন

এর আগে গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়।

যেখানে বলা হয়েছে, ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। এর পরও গত ৭ জুলাই নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ কুমার ইসমাইল হোসেনকে সোনারগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করে অফিস আদেশ জারি করে ।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ওসি টপ নিউজ প্রত্যাহার সারাবাংলায় সংবাদ প্রকাশ সোনারগাঁও থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর