Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ০১:০৩ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ০২:৩৪

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত। ছবি: সংগৃহীত

ঢাকা: অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে ধানমন্ডি থেকে গ্রেফতারর করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান ও তার সহযোগী অন্য ব্যক্তিরা এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আবুল বারকাত ঢাকা বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আবুল বারাকাত গ্রেফতার দুদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর