Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগ
ফিফটির পর ৪ উইকেট, সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনে জিতল দুবাই

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫ ০৯:১৯

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

ইনজুরি, বাজে ফর্ম, চোখের সমস্যা, বোলিং নিষেধাজ্ঞা; একের পর এক ধাক্কায় গত কয়েক বছর ধরেই জর্জরিত তিনি। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও নিজের সেই চিরচেনা রূপে ছিলেন না সাকিব আল হাসান। অবশেষে গ্লোবাল সুপার লিগে দেখা গেল সেই পুরনো সাকিবকে। দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা সাকিবের সুবাদেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।

গ্লোবাল সুপার লিগ শুরুর অল্প কিছুদিন আগে সাকিবকে দলে ভিড়িয়েছিল দুবাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একাদশে জায়গা করে নেন সাকিব।

প্রথমে ব্যাটিং করতে নামা দুবাই শুরুতে ভালো করতে পারেনি। দলের হাল ধরেন সাকিব নেমেই। ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাকিব। তার ফিফটির সুবাদেই ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি পায় দুবাই।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। এরপর পরের ৩ ওভারে পেয়েছেন আরও দুই উইকেট।

৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন সাকিব। শেষ পর্যন্ত ১৪৪ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল ডিসট্রিক্টস।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও ৪ উইকেট পেলেন সাকিব। তার সমান দুইবার করে এই রেকর্ড গড়েছেন যুবরাজ সিং, ভিরান্দিপ সিং, শোয়েব মালিক, ক্রিস গেইল, জেপি ডুমিনি ও মঈন আলি।

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবই হয়েছেন ম্যাচসেরা।

সারাবাংলা/এফএম

গ্লোবাল সুপার লিগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর