Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের নেতৃত্বে চীনের উদ্দেশে জামায়াত প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১০:২০

চীন সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি দল।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে চীন সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

প্রতিনিধিদলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় জামায়াতের নেতাদের মধ্যে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর