Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১০:৪৭

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিম ৪২, রোকন ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সঙ্গে শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায়ই আশংকাজনক।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর