Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১০:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বাসচাপায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। তার নাম বোরহান উদ্দিন (৩১)। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত বোরহান উদ্দিনের সম্বন্ধী সোহেল মিয়া জানান, বোরহান থাকেন ডেমরা আমুলিয়া মডেল টাউন শুকনা টেংরা এলাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালাক ছিলেন। রাতে কাজ শেষ করে নিজের মটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানায় যাচ্ছিলেন একটি কাজে। পথে ডেমরা স্টাফ কোয়ার্টার সিকদার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ওই বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর আহত হন মোটরসাইকেল আরোহী তার বন্ধু। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তিনি জানান, বোরহানের বাবার নাম শফির উদ্দিন। আহত যুবককে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডেমড়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, রাতে স্টাফ কোয়র্টার এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক মারা গেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে রমজান পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর