Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটির ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১১:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৩:৩৪

নলছিটির জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী পাশ করেনি।

বরিশাল: চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন, দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন ও পৌরসভার মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সি‌দ্দিকী বলেন, নলছিটিতে ৪টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। পাশাপাশি ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য