Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১২:০৭

কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম শহর তলির কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, ‘গতকাল রাত ৯টার পর থেকে আমার ছেলে রফিকুলের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি, অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।’

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘সকালে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

এদিকে, এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

সারাবাংলা/এসডব্লিউ

অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর