সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের পুত্র।
নিহতের শ্বশুর আজহার আলী বলেন, ‘জবেদ আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার মরদেহ পাওয়া গেছে।’
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।