Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রী নিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১২:৪৫ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৩:৩৩

প্রতীকী ছবি

রংপুর: ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পার মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া এলাকার ‘আপন ছাত্রীনিবাস’ হোস্টেল থেকে টুম্পার মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘দীর্ঘ সময় ধরে টুম্পার রুম বন্ধ থাকায় টুম্পার সঙ্গে হোস্টেলে থাকা সহপাঠীরা আমাকে বিষয়টি জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে দরজা ভেঙে রুমের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর