Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার মেয়ের সাফল্যে তারেক রহমানের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১২:৫৩

মৃত আনোয়ার হোসেন মাহবুবের বাসায় শুভেচ্ছা উপহার নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা।

ঢাকা: ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কারা হেফাজতে মারা যান ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুব। এবার এসএসসি পরীক্ষায় তার মেয়ে ইকরা এনজেল রাইসা জিপিএ-৫ পেয়েছেন।

সাফল্যের খবর পেয়ে রাইসাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, রাইসার এসএসসির ফল শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুভেচ্ছা জানাতে আমাদের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে শুক্রবার (১১ জুলাই) সকালে রাইসার পুরান ঢাকার লালবাগের বাসায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই, ড্রেস ও অন্যান্য উপহার রাইসার হাতে তুলে দেন বলে জানান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ অন্যান্যরা।

সারাবাংলা/এফএন/এনজে

আমরা বিএনপি পরিবার তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর