কুষ্টিয়া: কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আমদানি কম থাকায় কুষ্টিয়ার বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি কাঁচা মরিচ ১৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। যা এক সপ্তাহ আগে ছিল ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম থাকায় বেড়েছে মরিচের দাম। অন্যদিকে, নিয়মিত বাজার মনিটরিং না করাকে দায়ী করছেন ক্রেতারা৷
শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়ার পৌর বাজারে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়৷
পাইকারী ব্যবসায়ী সবুজ ইসলাম বলেন, বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের আমদানি কম তাই দাম বেড়েছে। আমদনি বেশি হলে আবার দাম কমে যাবে। তাছাড়া কৃষকরা অধিক লাভের জন্য ঢাকাসহ দেশের বড় বড় বাজারের মরিচ বেশি আমদানি করছে তাই দাম বেড়েছে৷
বাজার করতে আসা মনিরুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগেও মরিচ ৬০ টাকা কেজি কিনেছি৷ কিন্তু আজকে এসে এই মরিচ ২০০ টাকা কেজি কিনতে হচ্ছে৷ কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে৷ নিয়মিত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব৷’
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন,’আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। অসাধু কোনো ব্যবসায়ী যদি কোন অজুহাতে দাম বৃদ্ধি করে। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, অস্বাভাবিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে আসা একাধিক ক্রেতা৷