Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৪:৪৩

লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ঢাকা: ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১১ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মহাখালীর এই হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খবর নেন তিনি। বেগম জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আশু আরোগ্য কামনা করেন।

এর আগে, গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

‘বেগম খালেদা জিয়া বিএনপি শিল্পী ফরিদা পারভীন