Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ভারতীয় কসমেটিকস ও পোষা প্রাণীর ঔষধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৬:০৯

সুনামগঞ্জ: বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পোষা প্রাণীর ঔষধসহ একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা রাস্তায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪ হাজার ৮৭২ পিস পোষা প্রাণীর ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

আটক কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ভারতীয় কসমেটিকসগুলোর আনুমানিক মূল্য এক কোটি ১২ লাখ ১৫ হাজার ৪০০ টাকা এবং পোষা প্রাণীর ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা। যা সর্বমোট সিজার মূল্য এক কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।

বিজ্ঞাপন

এ অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদের বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক কাভার্ড ভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/এসডব্লিউ

পোষা প্রাণীর ঔষধ জব্দ ভারতীয় কসমেটিকস জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর