চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি ফোম কারখানায় আগুন লেগেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর নিয়ন্ত্রণ কক্ষে আসার পর ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের টিম।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, কেইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় আগুন লেগেছে।
নগরীর আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।