Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৮

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৭:২৫

প্রতীকী ছবি

ঢাকা: দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯৯৮ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আসামি এবং ৪২০ জন অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এসআর

গ্রেফতার বিশেষ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর