Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি শ্রমিকরা ইউরোপ-আমেরিকার মতো সুবিধা পাবে: শ্রম সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৭:৪৫

ফরিদপুরে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সারাবাংলা

ফরিদপুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে। ইউরোপ-আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে বাংলাদেশের শ্রমিকরাও যাতে একই রকম সুযোগ সুবিধা পায় সে জন্য কাজ করছে বর্তমান সরকার। ডিএলও আইন বাস্তবায়ন করা হবে পাশাপাশি আইএলও আইন অনুসরণ করে শ্রমিক অধিকার ও কর্ম পরিবেশ সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। সে লক্ষ্যে শ্রম আইন ২০০৬ সংশোধন করে শ্রমবান্ধব আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় মালিকপক্ষকে আন্তরিক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য অযৌক্তিক আন্দোলন থেকেও শ্রমিকদেরকে বিরত থাকতে হবে।

এছাড়া তিনি আরো বলেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নামে রাজনৈতিক দলের নেতাদের লেজুড় বন্ধ করতে পারলে শ্রমিকরা ভাল থাকবে। প্রতিটি শ্রমিকের কর্ম ঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি, মালিকদের কাছ থেকে নিয়োগপত্র নিশ্চিত করাসহ শ্রমিকদের কল্যাণের জন্য আন্তরিক হতে হবে। শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর থেকে সরকারিভাবে অনুদান দেয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে সরাসরি শ্রম অধিদপ্তরের অফিস থেকে ফরম পূরণ করে অসহায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এই সহযোগিতা নিতে পারবেন।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন জেলার ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, শহরের গোয়ালচামট এলাকায় নির্মিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শকের কার্যালয় ভবনের উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।

সারাবাংলা/এসএস

আমেরিকা ইউরোপ বাংলাদেশি শ্রম সচিব শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর