Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক ইস্যুতে আলোচনার পূর্বশর্ত আস্থা: ইরানি দূত

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫ ১৮:২৩

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ছবি: মেহের নিউজ

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য আস্থাকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রুশ বার্তা সংস্থা টাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে জালালি বলেন, ‘এখানে একটিমাত্র শর্ত প্রযোজ্য। সেটি হলো আলোচনার প্রক্রিয়ার প্রতি আস্থা।’

তিনি আরও বলেন, ‘আলোচনার সময় আমরা ইসরায়েলি শাসন ব্যবস্থাকে আরেকটি হামলা চালানোর এবং যুদ্ধ উস্কে দেওয়ার সুযোগ দিতে পারি না। যদি যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনা ও কূটনীতিতে আগ্রহী হতো, তাহলে তারা ইরানের ওপর হামলা চালাত না।’

বিজ্ঞাপন

ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায়নি। আমরা সবসময় কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে এসেছি।’

উল্লেখ্য, ১৩ জুন ভোররাতে ইসরায়েল ইরানের ওপর একটি সামরিক অভিযান চালায়। এর ঠিক একদিন পরেই ইরান পালটা জবাব দেয়। এরপর ২২ জুন রাতের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডো, নাটানজ এবং ইসফাহান এলাকার তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। পরদিন রাতে তেহরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সারাবাংলা/এনজে

আলোচনা পারমাণবিক ইস্যু পূর্বশর্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর