Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৭৯৮ জনের প্রাণহানি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫ ১৯:২৫

ছবি: সংগৃহীত

গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র এবং অন্যান্য ত্রাণ সংস্থার মানবিক সাহায্যবাহী গাড়িবহরের আশেপাশে কমপক্ষে ৭৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত জিএইচএফ-এর তত্ত্বাবধানে।

শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘের বরাত আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘গাজা মানবিক ফাউন্ডেশন’ গাজায় ত্রাণ সরবরাহের জন্য বেসরকারি মার্কিন নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানিগুলো ব্যবহার করে। এই পদ্ধতি জাতিসংঘের নেতৃত্বে চলা নিয়মিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে এড়িয়ে যায়। ইসরায়েল দাবি করে, জাতিসংঘের ব্যবস্থায় নাকি জঙ্গিরা ত্রাণ সরিয়ে নিচ্ছিল, তাই তারা জিএইচএফ-এর মাধ্যমে বিকল্প পথে যাচ্ছে।

বিজ্ঞাপন

কিন্তু জাতিসংঘ এই বিকল্প ব্যবস্থাকে ‘অস্বাভাবিকভাবে অনিরাপদ’ এবং মানবিক নিরপেক্ষতার নিয়মের ঘোর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘৭ জুলাই পর্যন্ত, আমরা এখন ৭৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করেছি। এর মধ্যে ৬১৫টি জিএইচএফ-এর সাইটগুলোর আশেপাশে এবং ১৮৩টি সম্ভবত সাহায্যবাহী গাড়িবহরের রুটে ঘটেছে।’

জিএইচএফ মে মাসের শেষ দিক থেকে গাজায় খাদ্যসামগ্রী বিতরণ শুরু করে। তবে তাদের কেন্দ্রগুলোতে এমন কোনো সহিংস ঘটনা ঘটার কথা তারা বারবার অস্বীকার করে আসছে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত গাঁজা জাতিসংঘ ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর