Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার-সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৯:০৬

যশোর জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

যশোর: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার-বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার-সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না। যারা বিচার-সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা স্বাধীনতা এনেছি। আমরা সংস্কার আনবো। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

সংবিধানের পরিবর্তন বিষয়ে তিনি বলেন, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে নতুবা এই সংবিধান আবারো হাসিনার মতো ফ্যাসিস্টের জন্ম দেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেয়া হয়নি। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দিবো না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না। সরকারি দলের অনুসারীও হবে না।আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। কোন সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী প্রমোশন নির্ভর করবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। আমরা চাই না সেনাবাহিনীর অফিসার তারা গুমের সাথে জড়িত হোক। আমরা চাই না সেনাবাহিনীর মত প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে এদিন দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা। সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এসময় যশোরের জুলাই আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাদের সমস্যা তুলে ধরেন। এসময় তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা এখনো গ্রাম ও শহরজুড়ে রয়েছে, ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানরা জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, উপেক্ষা করছে। বিভিন্ন বাহিনী ও আওয়ামী ফ্যাসিস্টরা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে জুলাই যোদ্ধাদের। অবিলম্বে তৃণমূলে আওয়ামী দোসরদের বিরুদ্ধে অবস্থান তৈরি করার আহ্বান জানান তারা।

সারাবাংলা/এসএস

নাহিদ ইসলাম নির্বাচন বিচার সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর