Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে বিমানের ফ্লাইটে বোমা থাকার হুমকি, চলছে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ২০:৪৭

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইটটি স্থগিত করে তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয়, ফ্লাইটিতে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। বোমার বিষয়টি তল্লাশি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে, বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানের সব যাত্রী ও কেবিন ক্রকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর