ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা মামলায় দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১১ জুলাই) ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের কোতোয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তানভীর মোর্শেদ চৌধুরী।
আসামিরা হলেন- চকবাজার থানা যুবদল নেতা মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন।
আদালত সূত্র জানায়, মহিনের ১০ দিন ও রবিনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিদের পক্ষে আইনজীবীরা। শুনানি শেষে মহিনকে পাঁচদিন ও রবিনকে দুদিনের রিমান্ডে পাঠান বিচারক।
জানা গেছে, ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় বোন। আর অস্ত্র মামলা করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে তারেক রহমান রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।