Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, ঢাবিতে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২২:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার (১১ জুলাই) রাত আটটার দিকে শিক্ষার্থীদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র-অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলীসহ অনেকেই।

বিক্ষোভ শেষে রোকেয়া হলের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বলেন, ‘মিটফোর্ডে চাঁদার দাবিতে যুবদল নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, হত্যার পর তার লাশের ওপর তারা বর্বর নৃত্য করেছে, যা অত্যন্ত অমানবিক।’

বিজ্ঞাপন

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সারাবাংলাকে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছে। আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

প্রসঙ্গত, বুবধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে চাঁদা না দেওয়া ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নির্মম এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে যুবদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/কেকে/এসআর

ঢাবিতে বিক্ষোভ পাথর মেরে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর