Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামবো: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২৩:২৭

খুলনা এনসিপির পদযাত্রায় বক্তব্য রাখছেন আহবায়ক নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র জনতা ও শ্রমিকদের রাজপথে থাকতে হবে। গণঅভ্যুত্থানের পরেও জাতীয় নাগরিক পার্টি মাঠে রয়েছে, আগামীতেও থাকবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক সময় যেমন রাজপথে নেমেছিল জনগণ, তেমনি আজও প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামবো।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি নিজ দলের নেতাকর্মীরাও দুর্নীতির সাথে যুক্ত হয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

খুলনার অর্থনৈতিক অবস্থা নিয়ে নাহিদ বলেন, খুলনা একটা সময় শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছিল। তা এখন ধ্বংসপ্রায়। একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দেশের স্বার্থে এসব প্রতিষ্ঠানকে পুনরায় চালু করতে হবে ।

সুন্দরবন রক্ষা প্রসঙ্গে তিনি বলেন,, সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল হিসেবে সব সময় রক্ষা করছে। নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেছে এই বন। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন—জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী এবং কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা প্রমুখ।

সারাবাংলা/এসএস

চাঁদাবাজি নাহিদ ইসলাম রাজপথ সন্ত্রাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর