Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ, বিএনপির বিরুদ্ধে স্লোগান

চবি করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২৩:৩৯

পাথর দিয়ে আঘাত করে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় ‘চাঁদা না দেওয়ায়’ পাথর দিয়ে আঘাত করে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এতে ইসলামী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা নেতৃত্ব দেন।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে জিরো পয়েন্টের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এ সময় শিক্ষার্থীদের ‘বিএনপির অনেক গুণ, দশ মাসে একশ খুন, ‘তারেক জিয়ার অনেক গুণ, বিএনপির একশ খুন,’ আমার ভাই মরল কেন, তারেক জিয়া জবাব দে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না- এমন বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘গত জুলাইয়ের মতো এই জুলাই এত কঠিন না। গত জুলাইয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। তোমাদের পাথর দিয়ে আমাদের দাবায়ে রাখতে পারবা না। যতবার তোমরা সন্ত্রাসী কার্যক্রম করবা ততবার আমরা বাধা হয়ে দাঁড়াব। এই বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা দিতে চাই, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।’

নতুন বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থা লীগের মতো হবে বলেও মন্তব্য করেন রাফি।

ইসলামী ছাত্র আন্দোলনের চবি শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাকিব বলেন, ‘গত জুলাইয়ে আমরা রক্ত দিয়েছিলাম। এই নতুন বাংলাদেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তাদের আমরা রুখে দেব। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, স্বৈরাচারের ঠিকানা হবে না।’

সারাবাংলা/এমআর/এইচআই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনপি ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর