Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২৩:৫৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই নিন্দা জানান।

তিনি বলেন, ‘এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন-শৃঙ্খলার চরম ব্যর্থতা ও হতাশার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে সমাজ আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরও যদি এ ধরনের প্রকাশ্য ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটে, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়?’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বিবৃতির শেষে বিএনপি মহাসচিব নিহত ব্যবসায়ী সোহাগের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এইচআই

নিন্দা বিএনপি ব্যবসায়ীকে হত্যা মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর