Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ০০:০৬ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ০০:১১

ছবি সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, এ পরিবর্তন এখন জনগণের আত্মবিশ্বাস ও অধিকারবোধে প্রকাশ পাচ্ছে।

খসরু আশাবাদ ব্যক্ত করেন, জনগণ আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করবে এবং যে দল জনগণকে বুঝতে ব্যর্থ হবে, তাদের আর ক্ষমতায় দেখবে না দেশবাসী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,“রাজনীতি থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মতের ভিন্নতা থাকবে। তবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না।”

খসরু গণমাধ্যমের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, “গণতান্ত্রিক চর্চার অভাব বিগত সরকারের আমলে মিডিয়াতে প্রতিফলিত হয়েছে। সংবাদমাধ্যমে পরিবর্তন আনা জরুরি, যাতে জনগণ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে।”

সারাবাংলা/এফএন/এসএস

আমির খসরু মনোজগত হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর