ঢাকা: ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকে আজীবন বহিষ্কার করেছে সংগঠনটি।
শুক্রবার (১১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো. ওসমান গণি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সোহাগ হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কালুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে দলের কোনো সদস্যের যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।