Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার পদত্যাগ

জবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ০৯:৫২

পারভেজ রানা প্রান্ত।

ঢাকা: ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে ক্ষুব্ধ, নৈতিকতার অবক্ষয় এবং সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত।

শুক্রবার (১১ জুলাই) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে তিনি বলেন, “আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই ৩ বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আমি মানসিকভাবে অস্বস্তি অনুভব করি। যদিও সংগঠনের পক্ষ থেকে মাঝে মাঝে পদক্ষেপ নেওয়া হয়, তবে তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয়। আমি আশা রাখি, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে।”

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর