Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১০:০০ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১২:৪৯

ঢাকা: যুব আলেমদের মেধা ও আদর্শিক শক্তিকে দেশ পুনর্গঠনের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতীয় যুবশক্তি ও আলেম সমাজের নেতারা। একইসঙ্গে তারা নির্বাচন নয়, সংস্কার ও বিচারকেই প্রধান দাবি হিসেবে তুলে ধরেন।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আহমেদ আলী কাসেমী বলেন, “এখন সময় পরিবর্তনের। যুব আলেমদের মেধা, শক্তি ও নৈতিকতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”

বিজ্ঞাপন

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “আলেমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও কোনো জালেম শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।”

সভায় বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “তারা শুধু নির্বাচন চায়, সংস্কার নয়। ৩১ দফার মুলা আর কেউ নিতে রাজি নয়। আমরা সংস্কার, বিচার ও তারপর নির্বাচন চাই।”

লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার সময় এসেছে। এই সুযোগ যেন হারিয়ে না যায়।”

জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যুব সমাজ ও আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, “ওয়ার্ক ফ্রম হোম না করে দল সামলান। পেটোয়া বাহিনী সামলান। এসবের কারণে আপনাদের দরজা একদিন বন্ধ হয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি আব্দুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মহিউদ্দিন রব্বানী, জাতীয় যুবশক্তির আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব আলেম সমাজের নেতৃবৃন্দ।

সেমিননের শেষে জুলাই আন্দোলনে নিহতদের জন্য মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর