লর্ডস টেস্টে মাঠে নামার আগেই রাহুল দ্রাবিড়ের পাশে বসেছিলেন তিনি। জো রুটের সামনে হাতছানি দিচ্ছিল অনন্য এক মাইলফলক। অবশেষে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমে দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন রুট। ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে ফিল্ডার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এখন রুটের।
টেস্টে উইকেটকিপারের বাইরে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটা এতদিন ছিল দ্রাবিড়ের। এজবাস্টন টেস্টে দ্রাবিড়ের সেই রেকর্ড ছুঁয়েছিলেন রুট।
লর্ডসে ফিল্ডিংয়ে নেমে করুন নায়ারের ক্যাচ ধরে দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন রুট। ১৫৬ টেস্টে রুটের ক্যাচ এখন ২১১। ১৬৪ টেস্টে দ্রাবিড়ের ক্যাচ ২১০।
টেস্টে ২০০ ক্যাচ নেওয়ার রেকর্ড আছে মাত্র আর তিনজনের। ১৪৯ টেস্টে মাহেলা জয়াবরধনের ক্যাচ ২০৫, জ্যাক ক্যালিসের ১৬৬ টেস্টে ক্যাচ ২০০টি। এই দুজনেই অবসরে গিয়েছেন অনেক আগে। এই মুহূর্তে খেলছেন স্টিভ স্মিথ, ১১৮ টেস্টে তার ক্যাচ ২০০টি।