ঢাকা: আজ ঢাকার আকাশে মেঘ থাকলেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা ও আশপাশের এলাকার দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়, দিনের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যদিও আজ বৃষ্টির সম্ভাবনা কম, তবে মেঘাচ্ছন্ন আকাশ ও উচ্চ আর্দ্রতা মানুষের অস্বস্তি বাড়াতে পারে। তবে সন্ধ্যার পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।