Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:১৮ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:২৭

ঠাকুরগাঁও সীমান্ত।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রাসেল (১৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা তদন্ত করছেন।

নিহত রাসেল হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩-এর কাছাকাছি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ তারকাঁটার কাছে পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘নিহতের ঘটনা শুনেছি, তবে এটি দিনাজপুরের ৪২ বিজিবির আওতাধীন সীমান্ত। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

বিএসএফের গুলিতে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর