Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও ড্রোন শো

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:২৭ | আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৩:২৯

জুলাই গণঅভ্যুত্থানের ড্রোন শো। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।

শনিবার (১২ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, আগামী ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।

এছাড়াও, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের উপরে প্রদর্শিত হবে ড্রোন শো ‘ জুলাই বিষাদ সিন্ধু’।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর ড্রোন শো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট