Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:৫৫

নিহত শফিকুল ইসলাম।

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে যায় শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালালে সেই গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‘বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে।’

তিনি জানান, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর